অত্র প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং বিএসসি ইন নার্সিং (বেসিক) কোর্সের ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের পরিচিতি ও ক্লাশ উদ্বোধনী অনুষ্ঠান রীতা রানী পাল, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), টিএনসি-এর সভাপতিত্বে অদ্য ০৯/০৭/২০২৩ইং তারিখ বেলা ১১.০০ ঘটিকায় অধ্যাপক ডা. একেএম মাসুদুর রহমান হল টিএমএসএস মেডিকেল কলেজ, বগুড়ায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আরজুনা বেগম নার্সিং সুপারিনটেনডেন্ট, টিএমসি এ্যান্ড আরসিএইচ । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মূল্যবান বক্তব্য প্রদান করেন অধ্যাপক ডা. মো: রেজাউল আলম, অধ্যক্ষ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া। তিনি নবাগত ছাত্র-ছাত্রীদের চিকিৎসা সেবার মানসিকতায় কাজ করার জন্য বলেন। তিনি আরো বলেন নার্সিং পেশা একটি মহৎ পেশা। এ পেশায় নিজেকে তোমরা প্রতিষ্ঠিত হয়ে সেবা করলে ইহকাল ও পরকালে মঙ্গল হবে। এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রোটা. ডা. মো: মতিউর রহমান, উপ-নির্বাহী পরিচালক-২, টিএমএসএস, অধ্যাপক ডা. মো: জাকির হোসেন, অধ্যক্ষ, টিএমএসএস মেডিকেল কলেজ, বগুড়া, বিগ্রে: জেনারেল (অব:) ডা. মো: জামিলুর রহমান পরিচালক (হাসপাতাল) টিএমসি ও আরসিএইচ, ডোমেইন প্রধান (স্বাস্থ্য সেবা), স্বাস্থ্য সেক্টর, টিএমএসএস, অধ্যাপক ডা: এম.এ গফুর, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ, টিএমএসএস মেডিকেল কলেজ এন্ড রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, আয়শা বেগম, উপদেষ্টা, টিএমএসএস গভর্নিং বডি ও সদস্য, গভর্নিং বডি, টিএমএসএস নার্সিং কলেজ, বগুড়া, রাবেয়া বেগম, উপদেষ্টা (নার্সিং কলেজ ও ইন্সটিটিউট) টিএমএসএস। টিএমএসএস নার্সিং কলেজের কার্যক্রম উপস্থাপন করেন মোছা: নিলুফার ইয়াছমীন, সহকারী অধ্যাপক (মনোবিজ্ঞান) টিএনসি। এছাড়াও শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও নবাগত ছাত্র-ছাত্রীগণ বক্তব্য রাখেন। উল্লেখ্য যে ০৩টি কোর্সে ৩১৫ জন নবাগত ছাত্র-ছাত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।