অদ্য ১৮/১১/২০২৩ইং তারিখে ডাঃ মোঃ শামিউল ইসলাম, পরিচালক (প্রশাসন), স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা মহোদয় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে লাইসেন্স নবায়নের জন্য সরেজমিনে হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিগেঃ জেনাঃ ডাঃ মোঃ জামিলুর রহমান, পরিচালক (টিএসি এন্ড আরসিএইচ), ডাঃ এফএম মুসা আল মানছুর, পরিচালক (পিএলএন্ড এএম) টিএমসি এন্ড আরসিএইচ, টিসিসি, সহকারী পরিচালক (ক্লিনিক্যাল সার্ভিসেস), উপ-পরিচালক (হাসপাতাল), বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ও মোঃ আলমগীর হোসেন, নির্বাহী কর্মকর্তা, টিএমসি এন্ড আরসিএইচসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
স্থানঃ আরসিএইচ ৩য় তলা কনফারেন্স রুম।