অদ্য ২৮.১০.২০১৯ ইং তারিখে ডাউন সিনড্রোম সচেতনতা মাস ২০১৯” উদযাপন উপলক্ষ্যে সকাল ৯:০০ ঘটিকায় বগুড় শহরের সার্কিট হাউজ থেকে এক র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী সার্কিট হাউজ থেকে শুরু হয়ে সাতমাথা, থানার মোড়, নবাববাড়ী মার্কেট হয়ে পুনরায় সার্কিট হাউজ-এ এসে শেষ হবে। ২য় ধাপে আল্লামা অডিটরিয়াম-এর সামনে থেকে শুরু হয়ে টিএমসি ও আরসিএইচ-এ এসে শেষ হবে। এছাড়া আগমী ৩০.১০.২০১৯ ইং তারিখে সকাল ৮:৩০ টায় টিএমসি সেমিনার হল-এ (২নং গ্যালারী) একটি সেমিনার ও ডাউন সিনড্রোম ব্যক্তিদের উপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হবে। উপস্থাপনার পর ডাউন সিনড্রোম শিশুদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।