আজ ১৪.১১.২০১৯ ইং তারিখ রোজ বৃহস্পতিবার টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের আওতায় টিএমএসএস ডায়াবেটিক কেয়ার সেন্টারের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০১৯ পালিত হয়।
দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে–‘আসুন পরিবারকে ডায়াবেটিসমুক্ত রাখি।’
দিবসটি উপলক্ষে টিএমসি গ্যালারী-২ এ একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের পর টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল চত্বরে একটি ব্যালী অনুষ্ঠিত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা বর্তমানে ৪২৫ মিলিয়ন, অর্থাৎ ৪২ কোটিরও বেশি।
এদিকে, বাংলাদেশে ডায়াবেটিস রোগী রয়েছে প্রায় ৯০ লাখ, বছরে বাড়ছে আরও ১ লাখ রোগী।
তাছাড়া হাসপাতালের প্রধান গেটে অদ্য সকাল ৯:০০ থেকে দুপুর ২:৩০ টা পর্যন্ত বিনামূল্যে ডায়াবেটিস স্ক্রিনিং করা হবে।