রাজধানীতে পাবলিক হেলথ ফাউন্ডেশন কর্তৃক দুই দিনব্যাপী জনস্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত।

“কোভিড -পরবর্তী যুগে জনস্বাস্থ্যের চ্যালেঞ্জ এবং প্রতিক্রিয়া “ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৭ থেকে ১৮ নভেম্বর পাবলিক হেলথ ফাউন্ডেশন, বাংলাদেশ কতৃর্ক আয়োজিত ‘নবম আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলন ২০২৩’ রাজধানীর মহাখালীর বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল অডিটোরিয়ামে (বিএমআরসি) অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে টেকনিক্যাল পার্টনার হিসেবে ছিলেন ইউএসএআইডি, আইএফআরসি ,পাবলিক হেলথ লিটারেসি, প্রভা অরোরা, টিএমএসএস এবং ফেইথ বাংলাদেশ।

উক্ত সম্মেলনে ১২টি দেশের জনস্বাস্থ্য গবেষক, চিকিৎসক, এবং শিক্ষার্থীরা প্রায় ১৪০ টি বৈজ্ঞানিক গবেষণাপত্র উপস্থাপন করেন। এছাড়াও জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ সমসাময়িক বৈজ্ঞানিক বিভিন্ন বিষয়াবলির উপর সেশন ভিত্তিক বিভিন্ন আলোচনা করেন। উক্ত অনুষ্টানে “পাবলিক হেলথ এওয়ার্ড’’২৩ এ সম্মানিত হোন প্রফেসর মোজাহেরুল হক এবং ডা. ফেরদৌসী কাদরী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর চেয়ারপার্সন ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। এছাড়া ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) এর পরিচালক প্রফেসর ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, এবং ওয়াটার এইড দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. খায়রুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে ছিলেন। আরও উপস্থিত ছিলেন সম্মেলনের সাইন্টিফিক কমিটির প্রধান, প্রফেসর ডা. শারমিন ইয়াসমিন এবং গেস্ট অফ অনার, প্রফেসর ডা. ফাতেমা আশরাফ। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেছেন ডা. আফতাব উদ্দিন, চেয়ারপার্সন, পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ।