বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এর ক্যানসার সেন্টারে বায়ো মলিকুলার ল্যাব (ডিএনএ সিকোয়েন্সি ল্যাব) স্থাপন করা হয়েছে। অস্ট্রেলিয়ার মাইহেল্থ ওমিক্স প্রতিষ্ঠানের কারিগরি সহায়তায় এই ল্যাব স্থাপিত হয়েছে।উক্ত ল্যাবের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা প্রাপ্তিতে আইএসও-১৫১৮৯ সনদ গ্রহণে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পাদনে চুক্তি সম্পাদন হয়। অস্ট্রেলিয়ার উক্ত প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সিইও ড.পল এন, মেনওয়ারিং এবং টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম হোটেল মম ইন এ উক্ত চুক্তিতে স্বাক্ষর শেষে হস্তান্তর করেন। এসময় বগুড়ার প্রশাসনের কর্মকতা এবং টিএমএসএস এর বিভিন্ন বিভাগের প্রধান, পরামর্শক, চিকিৎসক ও ল্যাবে কর্মরত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।