বিশ্ব এইডস দিবসে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজে গতকাল রোববার বর্ণাঢ্য র‌্যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে

এসময় কলেজের সেমিনার হলে অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল এইডস কমিটির সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) প্রফেসর ডাঃ এস এম মতিউর রহমান। টিএমএসএস মেডিকেল কলেজ রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল ডিপার্টমেন্ট অব ট্রান্সফিউশন মেডিসিন এর আয়োজনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত রেজিষ্টার প্রফেসর ডাঃ মোঃ আসাদুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্যাথলজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ আবু ওবায়েদ মোহাম্মদ মহসিন। টিএমএসএস মেডিকেল কলেজের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডাঃ এম, গফুর এর সভাপত্বিতে সেমিনারে মূল বক্তব্য উপস্থাপনা করেন ডাঃ মোস্তফা আহমেদ দ্বোহা।

সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের এ্যামিরেটাস প্রফেসর ডঃ এম আফজাল হোসেন, টিএমএসএস উপনির্বাহী পরিচালক ডাঃ মতিউর রহমান এবং টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ শাহজাহান আলী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে ব্লাড ট্রান্সফিউশনে নিরাপদ করতে আইন করা হয়েছে। এইডস্ নিয়ন্ত্রণে মানুষের আচরণ সংযত ধর্মীয় অনুশাসন মেনে চলার পরামর্শ দেয়া হয়।